শিরোনাম -আমিও মানুষ হতে চাই
কলমে - বিন্দাস ভার্গব

বৃষ্টি যখন ধরায় নামে
ভেজা মাটির গন্ধ পাই
মেঘের ওই ঝলকানিতে  
নতুন আলো দেখতে চাই  ।

জানলা গলে আসে আলো
দূর করে  দেয়  মনের কালো
খুশি  মনে তাকিয়ে থাকি
মেঘের খেলা দেখতে পাই   ।

কালির ফোঁটায় নুপুর বাজে
মোহিনী সুর মনের মাঝে
অচেনা এক স্বপ্ন রাজে
বিভোর হয়ে থাকতে চাই  

কে কি বললো কি যায়  আসে
দোয়াত কলম আমার পাশে
হিমেল হাওয়ায় স্বপ্ন ভাসে  
মনের কথা লিখতে চাই |

রুক্ষ শুস্ক ফুটো ফাটা
চলার পথে ভীষণ কাঁটা,
কাব্যের পথে হাঁটছি কারন
আমিও মানুষ হতে চাই।