শিরোনাম - আত্ম সন্মান *
কলমে - বিন্দাস ভার্গব
জন্মদিনের থেকেও নাকি
জন্মদিনের বার্তা বড়
জন্মদিন মানেই তো আজ
একটা দিন কমছে আরো
এইদিকে তো নেই যে খেয়াল
ধীর পায়ে এগিয়ে গেলাম
মৃত্যু পথযাত্রী সবাই
চুল পাকছে বুড়ো হলাম
সম্মান নিয়ে চেঁচিয়ে মরি
সম্মান কেউ দেয় না ভাই
সম্মান হয় নিজের গুনে
সম্মান পাওয়ার চেষ্টা চাই
কর্ম দিয়েই বড় হবার
এটাই হল মূল মন্ত্র
আত্ম সন্মান কিনতে আমরা
হয়ে গেছি মানবযন্ত্র |
সবার দিকে আঙুল তুলি ,
তুলছি না তো নিজের দিকে,
সবাই খারাপ আমি ভালো
এসব কথা বলছি হেঁকে ।
জোর করে সব চাই যে পেতে ,
পেয়েও তবু হয়না পাওয়া
হৃদয় যদি না পাওয়া যায়
সকল কিছুই মিথ্যে চাওয়া।
চোখ রাঙিয়ে মুখের জোরে
যা পাচ্ছি তা নয়তো পাওয়া,
হৃদয়খানি জয় করে নাও
লাগবে না তো কিছুই চাওয়া।
না চাইলেও পাবে বেশি
ভালোবাসা পারলে দিতে,
আত্ম সন্মান এমন জিনিস
পারবে না কেউ কেড়ে নিতে |