মন তুমি চঞ্চল, গতিশীল -
      নও তুমি স্থির ।।
পলকে বা আলোকে, তুমি ভীরু গম্ভীর ।।
নয়নে স্বপ্নে জাগরণে, তুমি চঞ্চল ।
কটি তে নারীর কলসী ভরা জল , তুমি চঞ্চল ।।


বাঁধিয়া রাখিতে চাহি তারে বারে বার,
কোথা বাঁধিব তাহারে?
কাহার আছে উহার উপর অধিকার ।


নাহি দেখা যায় , বাঁধিয়া রাখিব কি উপায় ।
       কে করিছে তাহার পালন?
       আছে শ্বাস দেহে যতক্ষণ ।।