জানিনা কখন, কিভাবে কোথায়,
তোমার পাবো দেখা ।
সাঁঝ সকালে , বিকেল বেলায় প্রদীপ হাতে
     তুলসী থানেতে রবে একা ।
মনের চোখে , অপলকে ভাবি সারা দিন ,
নেই বলে কাছে তুমি , আমি একা -
       নিঃসঙ্গ তবু, -ভালোবাসা অন্তহীন ।
ভাবনার স্রোতে ভাসছি,তুমি  নেই বলে কত কি ভাবছি
Facebook Google এ খুঁজে  বেড়াচ্ছি,
       সম্মুখে কবে হবে দেখা ।।


না পাবার আশায় বেশে ছিলাম ভালো
   প্রেম, অ'প্রেম বুঝিনি কখনো ,
পাপ পুণ্যে মিশেছি জানি -
   তবুও ভুলিনি তোমায়, কোথাও কখনো ।।

যা, পারিনি বলতে তোমায়,
জানি হবেনা বলা কখনো ।
বুঝে নিও তুমি আমার কথা ,
না বলা প্রেম,  ভালোবাসা ভাষা ।

তোমার চলা পথে, এখনো চলেছি-
অপ্রিয় ভাষায় কবিতা লিখেছি ,
থেমে গেছো তুমি না বলে আমায়, হারিয়ে গেছো বুঝি মনের ভুলে ,নিখোঁজের ঠিকানায় ।
          তুমি কোথাই ?
কবিতার মাঝে পেয়ে যাব তোমায়,
তাই কবিতা লিখেছি।