বন্ধু
-ভাস্কর পাল


বন্ধু হলো খোলা আকাশে
ছাতার মতো আড়াল।


বন্ধু হলো সকাল বিকেল
হাসিমজার স্থান।


বন্ধু-মানেই ঝগড়া ঝাটি
সুখ - দুঃখের চিরসাথী।


বন্ধু মানেই মনের কথা
প্রকাশ করার সঙ্গী।


বন্ধু মানেই একে অপরের
সুখ - দুঃখে ঝাঁপিয়ে পড়া।


বন্ধু মানেই ঘুরতে যাওয়া
পাশে নিয়ে পথ চলা।


বন্ধুত্বের সম্পর্কটা-
হয় যে বড়োই মধুর।


এরই মধ্যে লুকিয়ে আছে
জীবনের সব সুর।