ছোটো বেলার স্মৃতি গুলো
-ভাস্কর পাল


এইতো কদিন আগেও মাগো
খাইয়ে দিতে তুমি-
ছোটো বলে আগলে আগলে
রাখতে সারাটা দিন।


এরই মধ্যে কত বড়ো
হয়ে গেলাম আমি-
সারাটা দিন একা একা
নেই সেসব দুষ্টামি।


বড়ো হয়ে মাথার উপর
হাজার রকম চাপ-
ছোটো ছিলাম ভালোই ছিলাম
ছিল না এসব সমস্যার ধাপ।


এখন আমার ইচ্ছা করে
আবার ফিরে যেতে-
ছোটো বেলার দিন গুলোকে
নতুন করে পেতে।


পড়লে মনে হারানো স্মৃতি
ঝাপসা চোখের কোণে-
হারিয়ে যাই ছোট্ট বেলায়
হারানো গানের সুরে।