ধ্বংস স্তূপ
-ভাস্কর পাল


পড়ে আছে কোন সে সময় জুড়ে-
কত না ইতিহাসের ইতির চিহ্ন
মুছে গেছে কত সৌধ কত ঐতিহ্য
কোন বিপর্যয়ে হয়েছে সব ধ্বংস।।
পড়ে আছে পৃথিবীর বুকে, ভূমিতলের ধূলি-
ধূলিমা মাখায় সজ্জিত সব স্তূপ গুলি।
নেমেছিল বৃষ্টি, ঘনায়ছিল কালো মেঘ রাশি
গর্জেছিল হুংকারে অশনি সংকেত
যুদ্ধ, যুদ্ধ!!
সব ধূলিমা লিপ্ত - সব স্তব্ধ।।
আকাশ সাজায়ে উঠেছিল করুন রবি
দিনের অন্ত ঘটিয়ে নতুন প্রভাতে।
চারিদিকে রক্তের চিহ্ন-
ছিটে ছিটে লেগেছিল চারপাশে,,
ধূ - ধূ প্রান্তর প্রশস্ত
যেথা ছিল অট্টালিকা - সৌধ।
স্তূপ গুলি আজ ভঙ্গুর
যেন চিহ্ন বহন করে বয়ে গেছে কেবল।
লক্ষ কোটি প্রাণ এলো গেলো-
বছর কাটিয়া বছর বাড়িল,
উগ্র হয়ে আসিল কত প্রকৃতির বিপর্যয়
স্মৃতি মৌন স্তূপে স্তূপে।
লিখিত রচিত সকল ইতির পত্রতে।।
জ্বলিয়াছে কবেই নিত্য দিবার - অবসানে
পুরাতন স্তূপে নতুন ভাস্কর মিলিছে
উচ্ছিঙ্খল - রূদ্র কোলাহল থামিয়া,
ধ্বংস স্তূপ স্তব্ধ হয়ে মাটিতে মিলিয়া-
শত ইতিহাস বহন করে চলেছে।।