জেগে ওঠো
   -ভাস্কর পাল


জেগে ওঠো, তুমি জেগে ওঠো
আর যে এখন নেই রাত্রির,
ঘুমকে দাও বিদায় ওগো
মৃত আগ্নেয়গিরির ফুলিঙ্গ হয়ে
স্তব্ধতা কাটিয়ে বেরিয়ে এসো।
মাথার উপর উঠেছে সূর্যি,
দিগন্তের নীচে একলা তুমি
আর থাকলে হবে না স্তব্ধ
এবার তুমি জেগে ওঠো।


ঐ দূর দেশেতে, ডাকছে তোমায়
যাদের মাথায় বিপদ ঘনায়মান
তাদের মাথার ছাতা হয়ে
ভরসা দিতে, আজ তুমি জেগে ওঠো।


পাখিরা সকাল ঘোষিত করেছে,
তোমার ঘোর কাটিয়ে তোলো
কত কেউ তো লিপ্ত হয়েছে
সকাল থেকেই যে যার কাজে
তুমি কেন ঘুমন্ত তবে?
দেশের কি হাল দেখবে কে?
আর যে নেই রাত্রি-
ঘুমাকে দাও বিদায় ওগো
জেগে ওঠো তুমি জেগে ওঠো।
পাহাড়ি খরস্রোতা নদী হয়ে
এসো নেমে।।
চারিদিকে অকাল লেগেছে
দেশ জুড়ে অন্ধকার নেমেছে
মানুষের মনেতে লেগেছে আজ
ভাঙ্গনের জড়তা।
রাতের সেই তারা গুলোও আজ
ভয়তে করে মিটমিট
মানব নাকি আজ হয়েছে সভ্য!
দেশমাতাকে করছে ধ্বংস।।
আর থেকো না ঘুমিয়ে তুমি
গোলা বর্ষণ হবে এবার
ঘরে ঘরে আজ নিদ্রাচ্ছন্ন
মানব আজ আতঙ্কের দাস।


ফাগুনের মিষ্টি হাওয়ায়
নিভৃত আজ মনের আগুন
তবু বন্ধ হয়নি জগৎ জুড়ে
অসুরের সেই নাচন-কোদন।।


যুগান্তরের চিঠি এসেছে
জেগে ওঠো এই বারেতে,
জাগিয়ে তোলো ঘরে ঘরে
শঙ্কাটাকে জয় করো হে...