কবি
  -ভাস্কর পাল


কবি মানেই সুর গুলো সব
বন্দি করে কলম খাতায়,
কবি মানেই দারিদ্রতার
চিহ্ন ফোটে বইয়ের পাতায়।


কবি মানেই গোছ করা সব
হরেক রকম শব্দ পুচ্ছ,
কবি মানেই স্নিগ্ধ মধুর
মন ভোলানো শান্তি গুচ্ছ।


কবি মানেই কি মহান ব্যাক্তি!
আসলে-তো মানুষ তিনি,
অনুভূতির ঢেউ তুলেছে
পেট চালাতে লিখছে যিনি।


কলমের সেই কালির ছটায়
শব্দ নিয়ে করেন খেলা,
পাঠকের মন বশীভূত হয়
ছন্দ-মাত্রার যুগ্ম মেলা।


কবির হাতের কোমল স্পর্শে
পাঠক গণের মন হারায়,
লেখার মধ্যে প্রস্ফুটিত
বর্তমানের কঠোর সময়।