প্রাণের ভাষা
      -ভাস্কর পাল


অ-আ-ক-খ থেকে শুরু করে '৺ '-র চাঁদ
এই ভাষাতে রয়েছে অমৃতের স্বাদ।
মায়ের গন্ধ লুকিয়ে বাংলা ভাষাতে-
'মা' ডাকটি বাঙালির প্রথম ধ্বনি যে।
বাংলা হলো, আমাদের দেহের বর্ম
বাংলাই বাঙালির জীবনের কর্ম।
বাংলায় রয়েছে সুখের পরশও
বাংলায় লুকিয়ে জীবনও রসদ।


গর্বিত বাঙালি বাংলার এই সুরে
বাংলা ভাষাতে মোরা 'মা' ডাকতে পেরে।
এই বাংলা ভাষায় যে সুখ রয়েছে
অন্য ভাষায় সেই সুখ পাইনে মোটে।
আমাদের বাংলা ভাষা, প্রাণের ভাষা
এ ভাষা মায়ের সমান মোদের কাছে।।