সেই প্রভাতে
  -ভাস্কর পাল


সেই প্রভাতে পুব আকাশে
ওঠেনি তখনও রবি
দিগন্তে ছড়িয়ে দিয়েছে
কমলা আভার বার্তাটি।


পাখির গুঞ্জন যাচ্ছে শোনা
আকাশ ভরা স্নিগ্ধ ছায়া
কৃষ্ণচূড়ার গন্ধ ভাসে
প্রভাতে বইছে মৃদু হাওয়া।


গাছের পাতা সবুজ বড্ডো
হৃদয়ে এনেছে কোমল স্পর্শ
কত পথিক বেরিয়ে পড়েছে
খাদ্য - জলের খোঁজে।


চাঁদের আলো মৃদু হয়ে-
মেঘের সঙ্গে গেছে মিশে
রাত্তি জাগা তারা-রা সব
ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে।


ঘুমন্ত শহর উঠবে জেগে
প্রভাত সূর্যের প্রথম আলোতে
নিত্য দিনের নিয়ম মেনে
শান্ত প্রভাত ব্যাস্ত হবে।