ঘনঘটা জাগে রহি        
মেঘ বলাকায় বাহি,
ঝরঝর ঝরে বর্ষণে,
উঠিলো হৃদয় গাহি        
শান্তির পরশ চাহি,
অমৃত বারি সিঞ্চনে।

কাননে দোদুল দুলে      
খেলি তৃষিত ফুলে,
বৃষ্টির ধারা বেয়ে,
কোমল পাপড়ি মেলে    
হৃদয় দুয়ার খুলে,
নুপুর নন্দন ছায়ে।

বজ্র নিনাদ ঝাঁপিয়ে        
এলে ধরা দাপিয়ে,
করি দিবস আঁধার,
আকুল করিলে হিয়ে,
প্রলয় বিষাণ বাজিয়ে,      
গাহিয়া মেঘ মল্লার।  

খরকুটো উড়ে ঝড়ে      
গাছেরা উপড়ে পরে,
কালবৈশাখী দেয় হানা,
বাজেতে আগুন ঝরে    
পশুপাখি কাঁপে ডরে,
লুকোয় জুবুথুবু ছানা।

গগণে বিষাদ ভারী        
বাহিছে মেঘের তরী,
ঝুমঝুম অবিরাম বৃষ্টি,
দিগন্ত পিনাক টঙ্কারি      
ঝড়ো বর্ষণ বিজুরী,
খরতাপে দিলে তুষ্টি।