তর্জমা করলে দাঁড়ায়
চাদরের খুঁটে বোঝাই সম্পৃক্ত ক্ষত।
লাস্যময়ী হাস্যমুখ
তবু সৌন্দর্য্য নেই কোথাও, কোনোখানে।
যেন কর্কশ কালো মেঘে ছেয়ে কচুবন
বাতাসেরা নতশির সেখানে
অনড় অচল জটিল আবর্ত
আঁধারে আসক্ত ...


মাটি তবু করে যাবে দান
ছলনার পরিধান।
ঘাতে ঘাতে মরে যাবে ভিতরের, ভিতরের আরও ভিতরের মানুষটা
মরে যাবে আত্মা, মরে যাবে সম্মান...
বেঁচে থাকা ঘৃণা, অবহেলা-  দরকষা বাহ্যিক অভিধান।
চাদরের খুঁটে খুঁটে ফাঁস দেওয়া কিছু শৈশব, কিছু গোধূলি
বাকি কিছু খোয়া যাওয়া জীবনের  নৈশ অভিযান।


#কাহিনি