"পার"


দীর্ঘ নিশীথের ওইপারে একাকী নিঃসঙ্গ তরণী
একইসাথে পারাপার নাও ,তবু দ্বিধা কভু ভাঙেনি।
আঙুল নেচে -নেচে, ওঠে শুধু উত্তাল ঢেউয়ের মত
ভালো বা মন্দের শুনানিতে জ্বলে নিভে একা চাঁদ,
গাঁটছড়া বাঁধে যেন আগামীর ক্ষত।