তুমি তো দিলে আমায় কাব্যিক হৃদয় আঁকা এক ফুলদানি
আমি বললাম, কাগজের ফুল দিয়ে সাজাব।
তুমি রাগ করলে ,একথা জেনেও
আমি ফুল ছেঁড়া পছন্দ করি না।


তারপর হেসে বললে, ছিঁড়বে কেন?
কিনে আনব,
রজনীগন্ধা, ডালিয়া, হাসনুহানা.....


আমি তোমায় থামিয়ে দিয়ে বললাম, অত কিছু চাই না,


যদি দিতে চাও, দিও তবে রজনীগন্ধার একটি চারা;
বাগানের মাটিতে ধীরে ধীরে ঘটবে যার পূর্ণ বিকাশ
অপেক্ষার রং মিশে থাকবে পাপড়িতে
বিন্যাসে প্রেম,
বৃন্তে ভোরের সোনালি আলো,
যদি দিতে চাও-
তেমনি এক প্রস্ফুটিত ভোরের স্নিগ্ধ সুবাসিত সুখ দিও,
আমায় একটি রজনীগন্ধার চারা দিও।