সেই যে আমার প্রথম কবিতা
খোঁপায় বাঁধি কদম ফুল
শুনে,তুমি হাসতে হাসতে কাদামাটিতে দিয়েছিলে গড়াগড়ি;
যে সুগন্ধ ভর করেছিল সেদিন আমাতে,
আজও মিশে আছে আমার হৃৎস্পন্দনের স্রোতে।
বাগিচায় গোলাপের পাতা নিয়ে খেলছি...
ঐ কোণে কদম ফুলের গাছটা
বিস্তৃত ধূসর আকাশটাতে টিম টিম করে জ্বলছে কয়েকটা তারা,
উড়োজাহাজ ভেসে গেল দু-দুবার,
অল্পবিস্তর আঁচড় পড়েছে পাতায়,
তবু কিছুই যে শেষ হল না,
শব্দগুলোর অভিমান হয়েছে,
কতকরে বোঝালাম,এত সুন্দর ক্ষণ
"চাঁদ উঠেছে, ফুল ফুটেছে"
নাঃ ,কদমতলায় হাতি ঘোড়া নেই,
তবে একটা জোনাকি জীবনের আলোটুকু নিয়ে
উড়ে গেল পাঁচিলের ওপারে,
এই শহর ছাড়িয়ে,তোমার বাড়ির ছাদ ডিঙিয়ে
চলে যাবে পুব দিঘির সেই ঘাটে,
সেখান থেকে সূর্যমুখীর ক্ষেতে
ওর প্রিয়জনের সাথে দেখা করে আসবে।
তুমিও দেখা কোরো সময় করে!
বরষা তো এল,
কদম তুমি আসবে না?