যে ছবি হারিয়ে গেছে পথের ধূলায়,
তাকে কেন খুঁজে চলেছ মৃন্ময়ী?
বাঁচার আশায়?
বৃন্ত থেকে পাপড়ি খসানোর মত
যেদিন তোমার স্বপ্নগুলোকে তোমার থেকে আলাদা করা হল,
সেদিন তো প্রতিবাদ করনি;
কয়েককণা সিঁদুর লেপে চলে এলে এই বাড়িতে।
ওরা সুখী হল,তোমার  শুরু হল সংগ্রাম
দৈন্যের সাথে নয়,ক্ষুধার সাথে নয়,
মৃত্যুর সাথে সংগ্রাম।
অভুক্ত শরীরে বেল্টের আঘাতকে তুমি উপেক্ষা করেছ,
রান্নাঘরে গরম খুন্তিকেও,
তোমার নির্মল চোখে জলের ধারাই বয়েছে কেবল,
আঁচলের গিঁটে বন্দি  হয়েছে রুদ্ধ শ্বাস।
তোমার আসমানি রঙের শাড়ি,
পুড়ে হয়েছে ছিন্নভিন্ন।
সাজ কি তোমায় মানায়?
তুমি যে কন্যা-সন্তানের জননী।
মৃন্ময়ী ,এটুকুই যথেষ্ট।
যে ছবি হারিয়ে গেছে পথের ধূলায়
তাকে খুঁজে পেয়েছ তুমি,
তাই প্রতিবাদী আজ,
বাঁচার জন্য যদি পালাতেই হয়,
তবে তাই কর,
যা সয়েছে এ জীবন
তার যেন পুনরাবৃত্তি না হয়।।