দৃশ্যপট একা, মুঠোফোনে পর্দার ওঠানামা
এক পংক্তির হটস্পট
কর্মব্যস্ত সন্ধ্যেবেলায়,
ছুঁয়ে যাওয়া
কত হাজার কথা।
নিজের হয়েও,
ফেলে যায় যেন
নেভা আগুনের ছাইয়ের মতো।
অভিনয়ের আর এক ধাপে
কুন্ডলীত ধোঁয়া
যদি অভাবী মন
হতে চায় স্থির
অনুকম্পিত...
তবে কী ডিপ্রেশন......?
কিছু নাম করা প্রশ্নের ঝড়ে
এলোমেলো পাতা।
থাক এবেলা!
বোঝাবুঝিতে সময় অনেক,
ধরো, সে "অনামিকা"
আসে যদি...
শাণিত আলো, পর্দা ওঠে আবার।


নাম নিয়ে অনুভব
সে রাতেও তোলা ছিল
ড্রয়ারেতে
লাল খামে মোড়া ছিল
ধবধবে সাদা পালক
আর একশ পাতার উপন্যাস
কিছুটা হয়ে যায় লেখা,
অনেকটাই বাকি।