অসামান্য সব উপমা দিয়ে দু- একশো কথার পসরা সাজিয়ে বসে আছি,
জলস্রোত আছড়ে পড়ছে পায়ে
নীল জোৎস্নায় বাতাসও হয়েছে আকুল
ঢেউয়ের সাথে মিলে,
একটি রাতের পেঁচা চেয়ে আছে ঐ চাঁদের মুখে,
জলদস্যু লুটবে যখন জাহাজ তরী,
ও পৌঁছে দেবে সংবাদ
কোনো বীরপুরুষের কাছে, তারপর....
কল্পকথার জল্পনা সব
ঝিমিয়ে আসে মনে,
দেখি ঢেউ এসে মুছে গেছে
আমার পায়ের ছাপ,
যে আমি এখনও বসে আছি কিনারায়
তবু যেন নেই...
একটা কড়ি এল ভেসে
একটু বড়ো হতো যদি
বাজত শাঁখের মতো,গম্ভীর,
যে অভিমান বাজছে বুকে
পাঠিয়ে দিতাম তোমার কাছে,
তোমার নক্ষত্রের ঠিকানাটা দিও আমায়...
ঢেউ আসছে অকপটে
দেখি বালির উপর তোমার পায়ের ছাপ !
ভেসে গেছ কোন অজানায়...
তবুও যে আছ ,
প্রতিদিনের খেলায়।।