এই কি প্রথম খুঁজছ আমায়
অন্যপাড়ার মেয়ে?
দুরু দুরু বুক স্তব্ধ নিথর
পাহাড়পুরের ছায়ে।
স্ফটিক দেহ, মোমের কফিন
সরল কারিগরি
কোন সুরটায় পাগল হয়ে
আসলে গো পথ ছাড়ি?
আমার খাতায় আঁধার সকল
হরফ কালো কালো,
রূপ চেয়ো না কোজাগরী
বাসই যদি ভালো।
এই কি প্রথম খুঁজছ আমায়
অন্যপাড়ার মেয়ে?
কালোয় আঁকা নিশিপদ্ম
দেখতে যদি চেয়ে!
হাতের মুঠোয় জল ভরা ঘট
একফোঁটা নিও চোখে,
যদি দাঁড়াই শূন্য অভিধান হাতে
তোমারি সম্মুখে।