কত কিছু ছিটানো ছড়ানো বিশাল পৃথিবীতে
এক ভোর এক আলোর আঁচল ঝড়ের গতিতে।


কত  স্টেশন পার করে যায় সফলতার গাড়ি
আশায় আশায় বুক বাঁধে কেউ, পৌঁছবে তার বাড়ি ।


কত বাড়ি কত এমনি খালি অবাধ্য রাজপুরী
হাজার সাজার গল্প কথা কথার উত্তরসূরী ।


কত কথা একলা হাঁটে প্রাচীন চাঁদের দেশে
অভিযোগ বলে শুরু হয় যা অভিমান হয় শেষে।


কত অভিমান এমনি করেই কত নদী গেছে ভেসে
মনেতে রাখেনি, রাখেনা যারা ফিরে ফিরে, ফিরে আসে।