বীরপুরুষ-এর আবৃত্তি

সুপর্ণা
আবৃত্তিটি ১৩৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৮/০১/২০২২, ০৫:৫৯ মি:

প্রাসঙ্গিক

কবিতা বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য যোগ করুন

আবৃত্তিটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

   

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত ৬টি মন্তব্য এসেছে।

  • ২৫/০২/২০২২, ০৭:১০ মি:
    হঠাৎ আবৃত্তি বিভাগে চোখ বুলোতে এ...কি....কে এখানে!!! এতদিনের সৌরজগৎ, আকাশ দেখা পৃথিবীর আড়াল ভেঙ্গে শােনাবে কন্ঠস্বর! বেশ শুনি কেমন তার কন্ঠস্বর! বেশ বলবো বেশ! প্রথম প্রয়াস হিসেবে খুব ভালো। আবৃত্তির জন্য কন্ঠস্বর ভালো, উচ্চারণ ভালো! ব্যাকগ্রাউন্ড মিউজিকটিও খুব মানানসই দিয়েছো! লড়াইয়ের সময় ঠিক মতো ড্রাম বা তবলার ভয় উত্তেজনার আমেজ এসেছে। তবে রেকর্ডিং ভালো নয়, ডেস্কটপে তো তেমন ভালো শোনা যায় না, এমনকি মোবাইলে হেডফোনেও তােমার কন্ঠস্বর স্বচ্ছ ক্রিপস পরিষ্কার না। যা আবৃত্তির জন্য মাস্ট। যাই হোক শুনেছি তিনবার। আবৃত্তির "তলোয়ার" উচ্চারণ আরো একটু দৃঢ় হলে ভালো হতো, যেমন হতো লড়াইয়ের অংশটুকু, আরেকটু উচ্চমাত্রার, দৃঢ়, যোদ্ধার মতো উচ্চগ্রাম, মানে এ জায়গায় এসে অনেক পরিবর্তন হয়ে যাবে আবৃত্তির আবেগ, মুড! লিখে তো আর বোঝাতে পারবো না, যা বোঝার বুঝে নাও কবি। তবে নিশ্চিত থোকো মুগ্ধ হয়েছি। খুব সুন্দর। অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
    • ২৬/০২/২০২২, ১২:৫৭ মি:
      এটা তো এক্কেবারে আগের মন্তব্য। ধন্যবাদ প্রিয় কবি। আমি খুব অনুপ্রাণিত আর খুশি হয়েছি। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা।
      তবে আমায় মাফ করেছেন কিনা সেটা তো বললেন না! তাহলে হয়তো অনেক দুঃখ দিয়ে ফেলেছি।
      আবারও সরি কবি।🙇‍♂️🙏🏻
  • ০৩/০২/২০২২, ০৩:২৫ মি:
    খুব অপরূপ আবৃত্তি। গায়িকাদের মতো কণ্ঠস্বর । আমিতো মুগ্ধ হলাম। আমার সিস্টেমে (ডেস্কটপে) ভলিউম সর্বোচ্চ গিয়েও আরো জোরে শুনতে ইচ্ছে হচ্ছিলো, তবে বুঝতে বা শুনতে তেমনটা অসুবিধা হচ্ছিলো না। যদি সময় পান, আপনি আরো কবিতা আবৃত্তি করুন এই কামনা করছি!
    • ২৬/০২/২০২২, ১৩:০৩ মি:
      হুম। এডিটের সময় আওয়াজটা আস্তে হয়ে যাচ্ছে।
      আমি এখনও শিখছি প্রিয় কবি। আমার খুব ভাল লাগে যখন আপনি কবিতার কমেন্টে আবৃত্তি করতে বলেন। আমি খুব উৎসাহিত বোধ করি। আশা করি কিছু দিনের মধ্যেই মোটামুটি শিখে যাব ।তখন আরও কবিতা করার চেষ্টা করব। ধন্যবাদ আবারও প্রিয় কবি।ভাল 🙏🏻
  • ২৯/০১/২০২২, ০৭:৪৭ মি:
    আমি শুনে যাচ্ছি মন্ত্রমুগ্ধ হয়ে, সম্মানিত কবি।
    • ২৯/০১/২০২২, ১৬:১২ মি:
      ধন্যবাদ প্রিয় কবি ... 🙂🙏🏻
      ভীষণ ভীষণ অনুপ্রাণিত। আমার এই নতুন জার্নি তে পাশে থাকবেন। পাঠগত বা টেকনিক্যাল ভুল ত্রুটি গুলো একটু ধরিয়ে দেবেন কবি , আমি নতুন নতুন শিখছি পুরো বিষয়টা।
Suparna's recitation Recitation Of Birpurush published on this page.