এক ঝলমলে দিনের শেষ গোধূলিতে খন্ড মেঘগুলো রাঙা হয়ে উঠেছে,
গোরুগুলো হাঁক দিল 'হাম্বা হাম্বা' ।
ওদিকে ফিরতিতে কোনো এক পাখি খুব ডাকাডাকি করছে তার সাথীকে না পেয়ে।
বহুদিন বাদে একটা হনুমান দেখতে পেয়ে কাকগুলো সময় ভুলে 'কা কা' করে ওড়াওড়ি করছে তার চার পাশে।
গতকাল চিলেকোঠার বেড়ালের বাচ্চাদুটো রাস্তায় নেমে খেলছিল
ওর চোখের আড়ালে কখন, কে যেন তাদের তুলে নিয়ে গেছে,
আজও দেখি মিঁউ মিঁউ করে কাঁদছে আর খুঁজছে।
দামাল হাওয়ায় বেসামাল ঘুড়ি ,
বন্ধনের উদ্দাম আনন্দে সুর ভাঁজছে ভালবাসার।
গোধূলির লাল মাখা কাঠে অর্পিত হয় ঘি
ছাইয়েরও একবার জ্বলে ওঠার থাকে
'শব্দ' কে মান্যতা দিতে।