প্রতিদিনের মতো আজও সময়ের কাছে গেলাম হেরে।
প্রভাতে সেই যে গাঁদার কয়েকটি পাপড়ি মেলেছিল পূর্ণাকারে,
সারাদিন রোদে ঝলসেছিল নিজেকে অকপটে-
এখন সন্ধ্যার মুখে বাতাসে ছড়াচ্ছে তার সুমিষ্টতা।
আমি কিন্তু মুখ ঢেকে,রোদ থেকে নিজেকে বাঁচিয়েও হয়ে পড়েছি ক্লান্ত।
নিদ্রাতুর চোখে তবু নেই ঘুম
সেকি হেরে যাওয়ার গ্লানি,
নাকি না জেতা উপহারগুলোর পিছুটান?
ভাবতে বসলে গোলমাল বাধায়-
অজস্র উক্তি যুক্তিরা।
পেয়ারা গাছের বাকলের মতো ওগুলোকে ছেড়ে এসেছি শীতের বিকেলে।
এখন তো সন্ধ্যা,
এখনও আসছে সব ভিড় করে,
নিদ্রাতুর চোখের ঘুম নষ্ট করে।
সময়ের কাছে আমি যাচ্ছি হেরে প্রতিনিয়ত,
হুইল চেয়ারে ঘর থেকে বারান্দা,
বারান্দা থেকে ঘর
আমার আবেগগুলো এখন শল্কমোচিত হওয়া পাথরের টুকরো!
কুড়িয়ে জড়ো করছি নিজের কোলেই
ওই কারণেই বোধহয় যাচ্ছি হেরে,
সত্যি কথা বলতে কি,
এখন আমি হারতেও যে বড় ভালবাসি ।।