কাগজের নৌকা
এলোমেলো ছবি
নিঃশব্দ চাহনি
বিপরীত পথে ভেসে শৈশবে,
উৎসে।


তুষারাবৃত ধরণীর কোলে সূর্যোদয়ের মতোই
পূর্ব্বজ -এর পরজন্ম হয়ে
আসি আমি;


আমায় প্রবাহিত হতে হবে
পাহাড় পেরিয়ে,
উপত্যকা পেরিয়ে,
গিরিখাত পেরিয়ে-
কখনো খরস্রোতা,
কখনো কল্লোলিনী
কখনো ঝরণা হয়ে....


আমার অসীমিত জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিতে পারি-
নিস্তড়িৎ, নির্নিমেষ আর যা কিছু,
আমি বয়ে যেতে পারি
দূর সীমান্ত,
আমি ভেঙে দিতে পারি আমার পরিসর
আমি গড়ে নিতে পারি নতুন ঠিকানা।
আমি,
এই পৃথিবীর নদী হতে পারি
পূর্ব্বজের আশ্রয়দাতা হতে পারি,
তোমাদের নৌকা ভাসিয়ে রাখার জল হতে পারি ...


আবার অবলুপ্ত ও হতে পারি
এই এখানেই, আজই!


যদি থমকে দাঁড়াই
থেমে যাবে তোমরাও
আমার পরজন্ম,
শিথিলতায়, শৈবালে।


যে তুমি নিঃশব্দে চেয়ে,
পার না নদী হতে?


সূচনা হোক তবে আজ,এ প্রজন্ম থেকে
প্রবাহিত হতে পার তুমিও,
তুমিই পার
নিদারুণ কষ্টের পাথুরে শৈশবকে একটি
সমতল
উন্মীলিত
উন্মুক্ত
মোহনা দিতে....


শুধু তুমিই পার ।।