নিষ্প্রয়োজন,
অভিযোগের দরবারে
আলোকবর্ষ পেরিয়ে চেনা মৌতাতে
ধূলোময় কল্পনা।
স্পট লাইটে নায়ক-নায়িকা
খলনায়ক ছড়া মুখস্থ করছে,
নাকি উল্টোটা?
কি যায় আসে তাতে?
লম্ব আপতনে প্রতিফলন বিন্দুই যেন উৎস,
গোলাপি আলোর তলায় একমুঠো অন্ধকার,
যেখানে হাজার হাজার মৃতদেহ
ভৌতিক নাচনে মত্ত।
চুঁয়ে পড়া রক্তে পিছল সুড়ঙ্গ
তবু নাচতে হয় ষোলোকলা।


অপরিচিত নাবিকের দিকভুল
ঈশান কিবা নৈঋত্ নাকি পূর্ব?
তারা গোনা ভোরে
ক্ষমাহীন জীবনে।।