অনেক বছর পর আমার নিভৃতচারী কষ্টগুলোকে তোমার খাতায় দেব
সেদিন তুমি দোষ দিওনা যেন।
অনেক বছর পর তোমায় ভালো রাখতে চাওয়ার চেষ্টাগুলো নেব
সেদিন তুমি দোষ দিওনা যেন।
অনেক বছর পর যখন হাতের পরশ অনেক দূরে যাবে
সেদিন আমায় দোষ দিয়ে কি পাবে?
অনেক বছর পর তোমার কথা ভাববে না আর কেউ
চাইবে না কেউ আশ্রয়,
রাখবে না কেউ হৃদয়পুরে
করবে না কেউ অপেক্ষা তোমার কথা শোনার
নীরবতা ভাঙার...
সেদিনটাতে দোষ কি খুব আমার ?