চোখের জল আজকাল বড় বেশী সাধারণ হয়ে গেছে।
বিচ্ছেদ বেদনা, স্বজন হারানোর যন্ত্রণা
আর সেই ব্যথার পাহাড়ে চোখের জল কার্বনেটের কেলাস,
কঠিন, শুনেছি দুর্বলতার আরেক নাম।
আয়নার লাল টকটকে দুচোখ- আমায় বলে- মনখারাপিকে প্রশ্রয় দিও না।
তুমি স্বজন হারা নও,ওই দেখ পাশের বিছানাতেই ঘুমিয়ে আছে সবাই
এখুনি জেগে উঠবে।
ওরা জেগে ওঠে,সংসারের কাজে হাত লাগায়
ঘর নিকোনো, বাসন মাজা, আঁচ ধরানো.....সব হয়।
শুধু দিনশেষে দেখি এলোমেলো সব
ঠিক যেমনটি ছিল -পাথরের বুকে কেলাস জন্ম নেওয়ার ক্ষণে।।