হঠাৎ দেখি হিসেববাঁধা জীবন,
শূন্য হাতে চলছে পিছে,
একফালি রোদ মুখ লুকিয়ে বাঁচে
মেঘের দেশে, ঢেউয়ের নীচে নীচে
অন্য কোনো শব্দ তো নেই কোথাও
শুনছি শুধুই কাজের দিনের ডাক,
সেই তো আমার খেলাঘরের দাবি
তবু ঘরটি মনের পুড়ছে দিবারাত...
সব জানি সব পূরণ হলো তবু
কোথাও যেন রয়ে গেল ফাঁক।
কিসের তরে ভাবব বলো আর
হারাই যদি শীতের হাওয়ায় আজ....?


.....আমার খেলাঘরের দাবি.....
....শুধুই কাজের দিনের ডাক...
একফালি রোদ.....


হারায় না তো সে,
এক সকালে লুকায় শুধু মেঘের আড়ালেতে..
আবার ভাসায় জ্যোতিচ্ছটায় সবুজ পৃথিবীকে...


তাইতো দেখি আপনমনে
বৃষ্টিধোয়া চোখে
কেমন করে রামধনু রং
ছড়ায় মরুর বুকে
ওই আকাশে স্বপ্ন থাকে
ওই আকাশেই মেঘ,
ওই আকাশেই বজ্র ভীষণ
বিদ্যুতেরই বেগ,
ওই আকাশেই রবির কিরণ
মাতে আপন খেলায়...
ওই আকাশই কবির কলম
শিল্পীমনকে দোলায় ।