দিন দশেক আগেও গায়ে ছিল আশ্বিনী ঘ্রাণ
অথচ আজ আমাদের রসনার বিলাস ;
হিমঘরে বিগলিত আত্মা, কিন্তু,
কিডনী, লিভার, হাড় ও হাড়ের মজ্জা
কুড়মুড়ে স্বাদের সুবাস,
আদাজলে কসানো হৃদয়,
ক্রমাগত পাতে বেড়ে খাই,
ভুলে যায় একদা লাল ঝুঁটির প্রবল প্রতাপ!


যেন বা এ স্মৃতিপটের মন ও মনন
রেবতীর আঁচলের গিঁটে বেঁধে
বেমালুম ভুলে গেছি আবেগের জট,
রেবার রমণেই এখন স্বাদ!


কাল ভোরে এসকল স্মৃতিও হিমঘরে,
গ্লানি ও গ্লানির অতীত ভুলে
আবার জলে ধুই আশ্বিনী ঘ্রাণ!
দিন দশেকের স্মৃতি ম্লান, কসানো হৃদয়,
ক্রমাগত পাতে বেড়ে খাই,
প্রদাহে উগড়ে দেই পৃথিবীর জঠর,
এ বিশাল হিমঘর!