সবার ইচ্ছা পূর্ণ করতে করতে
নিজের স্বপ্নগুলো অপূর্ণই থেকে যায়,
সবাইকে ভালোবাসতে থাকলে,
দিনশেষে দেখা যায় আপনাকে ভালোবাসার কেহ নাই।


সবাইকে সময় দিয়ে দিয়ে,
কখন যে নিজের সময়টা ফুরায়ে যায়,
অসময়ে মনে হয়,
সময় দেয়াটা হয়তো উচিত হয় নাই।


সবার কথা শুনি বলে,
নিজ কথা থাকে মনের অন্তঃস্থলে,
চুপটি করে থাকি বসে,
মানুষের জমায়েতে।


আপনা হতে বেশি যারে দিয়াছি গুরুত্ব।
সেই যবে জিজ্ঞাসে এসে,
কত হে তোমার চামড়ার পুরুত্ব?
হৃদয়ে তখন জ্বলে হে অনল?
গুরুত্ব যা দিয়াছি বৃথাই সকল।


বিষণ্ণ মন নিয়ে,
একা বসে এককোণে,
বলি কথা মোর সনে,
আমি নিজেকে নিজের অজান্তেই,
হারিয়েছি কখন খেয়াল নেই,
চেনা অচেনা মানুষের ভিড়ে,
আজ খুঁজে ফিরি আমি নিজেকেই।