যৌতুক
  


    সমাজকে ঘিরে আছে, এক অভিশাপ
    করবে কি মানুষকে তা কখনো মাফ?
    ঘিরে আছে তা, ধনী গরীবের মাঝে।
    এই দাও, এই নাও
    যা আছে তোমার কাছে।


    মেয়ে দাও সাথে , লাখ দুই লাখ।
    ছেড়ে দাও মেয়ের বাপকে ,
    বেটা গোল্লায় যাক।


    অভিশাপ, অপমানের নাম যৌতুক,
    বেয়াই মশাই মিলে মিশে করে কৌতুক।


    হঠাৎ করে বলে, আর রাখে আবদার।
    দিবেন বাড়ি, গাড়ি, কত কিছু
    ছেলে আমার জমিদার!


    আহা! লজ্জায়, লজ্জায় মুখটা লাল।
    মরে গেলে হবে তুমি শুধু কংকাল।
    পড়ে রবে দেহখানা, শুধু তা পঁচবে।
    সম্পদ তোমাতে নাহি কভু পৌঁছবে।


    মানবতার কথা আজ ভুলে গেছি আমরা
    সুযোগের ব্যবহারে ,তুলছি মানুষের চামড়া।


    হচ্ছে না প্রতিবাদ, জাগবে কি  চেতনা?
    চেতনাতে গুণ ধরেছে ভালো মন্দ বুঝিনা।


    আহা! ঘুচে যাক দুঃখ, আর লালসার মুখ।
    তখন পাব এক যুগ, যেথায় থাকবেনা
    লালসা, অভিশাপ সমাজের।
    ফিরে পাব মানবতা, জয় হোক মানু্ষের।