দেখেছো কি ক্ষুধার জ্বালা কেমন করে মিটে যায়?
স্বাধীনতার পরেও যদি না খেয়ে মরে যায়।
কিভাবে বল তুমি দেশ আমার উন্নয়নশীল?
যেখানে গণ তন্ত্রে রাজতন্ত্র রক্ষণশীল।
কোটি টাকার লুটপাটে, দাবি করে সুশীল।
আসলে তারা কাক,দাবি করে কোকিল।
ভাষার জন্যে মোরা, দিয়েছি কত প্রাণ।
ঠাঁই নেই আজ মোদের, না খেয়ে হয়ে ম্লান।
এ কি সৌভাগ্য নাকি অন্য কিছু?
জন্মভূমি কর ক্ষমা, আমি আজ নিচু।
না খেতে পেয়ে আমার হাড় গুলো কঙ্কালসার
এ দূর্ভোগ আমার নয়,  জাতি নিবে তার ভার।