অক্ষরে-অক্ষরে তুমি
হৃদয়


কাব্য সাহিত্যের জ্বলন্ত আগুন, তুমি অকুতোভয়।
জীবন খাতায় তাই লিখা তোমার আজকে মহা জয়।


নব দিগন্তের উন্মোচন তুমি হে উন্মাদ বীর।
জ্বলন্ত হোম শিখা তুমি অগ্নি বীণার ধোঁয়া
রুষে পুষে এনেছিলে তুমি দাহনে বিশ্ব নীড়।


ললাটে তোমার আঁকা ছিল, বিদ্রোহী রণ পথ
ইংরেজদের আগ্রাসনে ছিলে তুমি জাহান্নামের রথ।
সহজ ভাষা ছিল, ছিল রক্ত ফুল টি কৃষ্ণচূড়ার মত।


লাঞ্চিত আজ অভাগা ইংরেজ, সুত মিশ্রিত জমদগ্নি।
মরো নি -ক তুমি বেঁচে  আছ, আজ স্বাধীনতার পুলকিত ঝড়া অগ্নি।