বীর তুমি?
তুমি বীর?
চণ্ডাল মস্তকে বসিয়া,
উঁচু করিয়াছ শির।
উচিত নহে ,
তোমার এ কার্য।
নিজে অমান্যে আইন
করিয়াছো তুমি ধার্য।


পাহাড়সম ধন, তুমি করিয়াছো লুট,
সত্যবাণী কাহারে সুধাও,
নিজেই হইয়া ঝুট?


ওহে! নিজকে কী ভাবো তুমি
ফেরাউন,  নমরুদ, নাকি
প্রভুত্ব তোমার অসীম?


লুটেপুটে গ্রাস করিলে তুমি,
যাহা ছিল অন্যের ধন।
মনুষ্য নহে তুমি,  
পশুতুল্য তুমি ও তোমার মন।