কতশত চিঠি দিলাম ধরলেও না পড়লেও না
রানার হয়ে এই ব্যাস্ত শহরের প্রতিটি ব্যস্ত মোড়ে,কখনো বা হেটে হেটে কখনো দাঁড়িয়ে পুরোনো চিঠির বাক্স টা থেকে প্রিয় লিখা গুলো গুটিয়ে নিচ্ছি।


তবুও শুধু একটা চিঠি পাওয়ার আশায় আমি কতশত পথ পাড়ি দিয়েছি।
ছন্নছাড়া হয়ে খুঁজেছি তোমার পত্রের ঠিকানা।


কখনো প্রাপক হতে পারি নি তোমার কাছে।
আমায় শুধু ঠিকানা বিহীন এক যাযাবরের মতো প্রেরকই  রাখলে।


তোমাকে নিয়ে লিখার কোন অন্ত নেই
আমার পাঠানো প্রতিটি চিঠি হয়তো তোমার নিকট আছে, যত্নে বা খুব অযত্নে।


আমি একদিন রানার হয়ে তোমার ঠিকানা খুঁজে তোমার পথ পাড়ি দেবো।