আর নেই  মা?            কি?
পান্তা ভাত আর          ঘি।
একটু দিবে ?             না  সোনা।
দাও না একটু             বললাম তো না।
কেন দিবে না?            ইচ্ছে যে মোর।
আর কি আছে?          চিড়া  আর গুড়।
দাও দেখি মা              খেয়ে পালা
আর দিবেনা?             কিছু রেখে যা।
মা!  মা!  মা!              বল ছোড়া।
বেশি ভালো তুমি         জানি খোকা।
কি মা?                      পাম মারা।
ভালোবাসি মা             সোনাবাবুটা।
আচ্ছা মা!                   হ্যাঁ সোনা!
চলে যাবে তুমি?           কোথায় যাবো?
সবাই যেথায় যায়।         না বোকা।
সত্যি বলছো?               হ্যাঁ খোকা।
অতঃপর  একদিন!        মা -  মা?
কই তুমি?
কথা নাই,  শব্দ নাই।
মায়ের চোখে জল নাই।
পড়ে আছে!  নিরব,  নিথর,
অত:পর একদিন সন্ধ্যায়।
সন্ধ্যাতারাটার ঠিক ডানে।
কে যেন ডাকছে মোরে    
খোকা! আয় আয় আমার পানে।