তুমি মায়াবতী,  ছলয়াময়ী,  
তোমার মায়ায়, ছলনায়
যুগে যুগে কোনো কোনো পুরুষ পুড়িয়াছে
আত্মদাহনে।
বলি হইয়াছে তোমার নিষ্ঠুরতার।
তুমি নারী অস্ত্রে নয়
বস্ত্রে নয়,
ভালোবাসায় জড়িয়ে
প্রেমের হেমলক পান করিয়ে
মৃত্যু ঘটাও।


তুমি মৃত্যুপুরী,
তোমার অভিশাপে
প্রাণ গিয়াছে ফাঁসিয়া।
সৌন্দর্য তৃষ্ণায়, ধুকে ধুকে মরে পুরুষ।
তুমি রহস্যময়ী, তোমার রহস্য
বিধাতাও বুঝেনি,  
তুমি আদমের কাল হতে
ধ্বংস বয়ে এনেছ,  
নিষিদ্ধ গন্দম খেয়ে
ছড়িয়েছো অবাধ্যতার বীজ।
তুমি কালে কালে হইয়াছ
ধ্বংস লীলায় মত্ত।
যৌবনের অপার সৌন্দর্যে,
জড়িয়ে দিয়াছ বাসনা।
পুরুষ পুড়িয়াছে তোমার সৌন্দর্যে
তবুও মিটেনি পুরুষের বাসনা।