তুমি আছো বলেই,
অনন্য সেই কাব্য ভাণ্ডার,
অফুরন্ত কাব্যে সাজে।
তুমি আছো বলেই,
ছন্দের তালে তালে গানেরা সব বাজে।


তুমি আছো বলেই,
রক্তিম আভা ছড়িয়ে
সূয্যিটা একটু হাসে।
তুমি আছো বলেই
ভোরের পাখিটা কিচিরমিচির ডাকে।


তুমি আছো বলেই,
সকালের রোদ্দুরটা
খিলখিলিয়ে হাসে।
তুমি আছো বলেই
পত্রপল্লবে  কুয়াশার ফোঁটা ভাসে।


তুমি আছো বলেই,
বসন্তে কোকিলেরা কুহু ডাকে
তুমি আছো বলেই,
দিঘির জলে পদ্মফুলেরা ফুটে।


তুমি আছো বলেই,
আকাশ হতে মেঘেরা ঘুরে আসে
জোস্নার আলো আমায় দেখে,
দারুন ভঙ্গিমায় হাসে।