সেই যে ভরাপূর্ণিমা প্রহরে
দেখা দিয়ে গেলে মোরে প্রিয়
চকচকে বালুর দুধসাদা প্রান্তরে—
নিমেষের তরে।
আমি তোমায় পূজেছিলাম
সারা নিশিধরে। ।
সেই মধুর পুলকের রেশ
আজো রয়ে গেছে আখিঁভরে—
পুর্ণাবয়বে এসেছিলে প্রিয়
যদিও ক্ষণেকের তরে—
আমি তোমায় পূজেছিলাম
সারা নিশিধরে। ।