যখন বুঝেই ফেলেছ আমি পুরাতন,
ভালবাসতে জানিনে—
তবে তোমার সরে যাওয়াই শ্রেয়;
সুতরাং ভুলে যাও আমায়—
ভুলে যাও প্রিয়, বৃথা রেখোনা স্মরণে।
তোমার অধিমায়াতুর চোখে
এক কালে  আমি ছিলেম
অশান্ত নদী, উন্মাদ ঢেউ,
ছিলেম তারার মত নিশ্চল, নিথর প্রেমিক।
তোমার কামনার্ত চোখ দুটিতে
তখন আমি ভরা পূর্ণিমা ছিলেম;
ছিলেম তোমার পরমানন্দের দর্শন-সুখ।
এখন আর সাদাকালোতে তোমার
মন নেই,
তুমি ভেবেছো সাদাকালো মানেই প্রাচীন,
রস-গন্ধ-বর্ণহীন ।
সুতরাং ভুলে যাও আমায়—
ভুলে যাও প্রিয়, বৃথা রেখোনা স্মরণে।
আজ আমি তোমার চোখে মানুষ নই;
আমি এখন নোংরা ডোবায় ভগ্নদেহে
নিদারুণ পুলকে চেয়ে থাকা
সেই অবহেলার সাম্পানের মত;
নিশিদিন শুধু কেঁদে যাই জল বিহনে—
সুতরাং ভুলে যাও আমায়—
ভুলে যাও প্রিয়, বৃথা রেখোনা স্মরণে।
                                                            
                                                            [ঢাকা, 20 জ্যৈষ্ঠ ১৪২১ বঙ্গাব্দ]