শিশুদের কবিতা

অ  

অমর অলস নয়
নানা কাজ করে
অতিকায় অজগর
অজ খায় ধরে।



আম আতা আনারস
আনা চাই আজ
আমি আঁকি আঙিনায়
আকাশের সাজ।