সুখ চাই আরও সুখ এই এষণায়
জীবন চলেছে ছুটে কোন অজানায়।
নৈমিত্তিক যত কাজ নিত্য যত ক্রিয়া
সুখের আশায় সদা চলেছে বহিয়া।
সকালের পুষ্পমালা সন্ধ্যার অঞ্জলি
ভোরের ভৈরব কিংবা কবির কথাকলি
বিত্তে স্পৃহা চিত্তে লোভ চাই আরও সুখ
প্রতি পলে লড়ে যাই পুড়ে যাক মুখ।
বৃক্ষে নাহি ধরে তার ছায়া ধরে মরি
অমৃতের খোঁজে গিয়ে বিষ পান করি।
ও মন,
আনন্দস্বরূপ যিনি তাঁকে ধ্যানে ধর
আনন্দের উৎস তিনি সর্বদুঃখহর।