লক্ষ লক্ষ বছর ধরে
বিবর্তনের সুদীর্ঘ পথ
নীরবে পাড়ি দিয়েছি আমরা।


পঞ্চতত্ত্বের প্রদেশ পেরিয়ে
এককোষী-বহুকোষী
কীট-পতঙ্গ-বিহঙ্গ
স্তন্যপায়ী-চতুষ্পদী
কত লক্ষ জীবন পেরিয়ে
আজ আমরা দ্বিপদ মানুষ।


মনন-মাধুর্যে, শৌর্যে-বীর্যে
প্রেম-প্রীতি-চেতনার দীপ্তিতে
আমরাই সেরা--সবার সেরা
সভ্যতার তুঙ্গদেশে শোভিত আমরা।


আজ মানুষের কাছে প্রশ্ন তাই
প্রগতির এ কি প্রহেলিকা--
সভ্যতার মূল কথা কি শেষ হবে
শরীর সর্বস্ব ভোগোন্মাদনায়
জড়জগতের মরিচীকায় মাখা!


মনের কি আজ মৃত্যু হবে
মেকী আধুনিকতার অগ্নিকুণ্ডে
অর্থলোলুপতার মারণ রোগে
নগ্ন সংস্কৃতির অমোঘ বজ্রপাতে।


না, না, না সভ্যতার মৃত্যু নাই
আসুন কোমর বাঁধি, একে বাঁচাই
গড়ে তুলি এক নোতুন মানব সমাজ
একসঙ্গে শুভ পথে এগিয়ে যাই আজ।