জগতটাই ছন্দে বাঁধা
ছন্দেতে সব সুর সাধা
ছন্দে ছন্দে বর্ষা নামে
ঝর্ণা নাচে এড়িয়ে বাধা।


ছন্দ আছে নিক্কণেতে
বসন্তেরি কুহু-কুহুতে
কেকার নাচে বর্ষারাতে
রাঙা ঊষার অরুণ প্রাতে।  


ছন্দে এগোয় জগৎ-জীবন
অভিস্ফূরণ প্রলয় নাচন
ছন্নছাড়াও ছন্দে চলে
ছন্দে গাঁথা সব স্পন্দন।


তবে
ছন্দটা নয় পায়ের শিকল
ছন্দ পায়ের নুপূরধ্বনি
ব্যাকরণ তো ভাষার পরে
শৃঙ্খলিত মর্ম বাণী।


কবিতা গান মনের ভাষা
লিখে যাও তা প্রাণখুলে
ছন্দ সে তো এসে যাবেই
শত বেড়ীর পথ ভুলে।