অপরিগ্রহ


বাঁচতে গেলে যা চাই তার বেশী সঞ্চয়
অকারণে অপচয়, কভু কভু নয়।


সীমিত সম্পদ ধরায় সবার অধিকার
যথার্থ উপযোগ কর ভরো না ভাণ্ডার।


অন্যকে বঞ্চিত করে আত্মসুখ লাগি
সম্পদ মজুদ করে চরম স্বার্থভোগী।


সংযম সাধনা কর যদি  সুখ চাও
নিজে বাঁচ, বাকী সবে বাঁচতে তুমি দাও।