সবই তোমার কৃপা, হে কৃপাময়
ভয় ও অভয় দু'য়েতেই লেখা
তোমারই বরাভয়।


তমসাবৃত মৌনী অমাবস্যা
শারদ-পূর্ণিমার মধু স্মিতি
তোমারই প্রতীতি ওগো রূপময়।


সোণা-ঝরা উৎফুল্ল সকাল
আবির ছড়ানো রঙিন বিকাল
তোমারই লীলায় প্রতিভাত হয়।


সব সুখস্মৃতি, শোক গীতি
আশীর্বাদ ওগো মনোময়
রক্তঝরা কণ্টকপথে
সুখে দুঃখে দিনে রাতে
চিত্তে যেন নিত্য করি জয়।