এত বড় গণতান্ত্রিক দেশের নির্বাচন
বড় বড় নেতাদের বড় বড় বক্তৃতা
হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
কিন্তু কোথাও কোন ভালো কথা নেই।


কোটি কোটি টাকার শ্রাদ্ধ, অর্থ ব্যয়
কত শত বাক্যব্যয় সময়ের অপচয়
তবু শুধু ব্যক্তি আক্রমণ, অকথা কুকথা
কোথাও কোন নীতির কথা নেই, আদর্শ নেই।


লড়াই চলছে ব্যক্তি স্বাতন্ত্র্যের, পরিবারতন্ত্রের
কৃষকদের কথা নেই, বেকারদের কথা নেই
সাধারণ মানুষদের সমস্যার কথা নেই
নীতিহীন নেতাদের দুর্নীতির দৌরাত্ম্যে
আকাশ আজ নিকষ অন্ধকারে ঢাকা।


সমাজের আজ বিরাট পট পরিবর্তন চাই
নীতিবান মানুষ চাই, নোতুন এক আদর্শ চাই
এক নোতুন সোণালী সভ্যতার স্বপ্ন চাই
এক দল নবীন তরুণ  নিষ্ঠাবান যুবক চাই।