কত দিন হল বাড়ী ফিরি নি
ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক।
স্ব-গৃহের স্মৃতিতে
অস্থির চিত্ত, উতলা মন।


ধরার যত রঙিন স্মৃতি
বাদলা দিনের বর্ষা গীতি
স্বপ্নের রামধনু, স্বজন প্রীতি
থেকে যাবে, মুছে যাবে সব।


যেতে হবে উৎস অভিমুখে
সব কিছু ভবে ফেলে রেখে
সে-ই যে ডাকে নিরন্তর
হাত বাড়িয়ে স্নেহে স্মিতমুখে।


আকুল চিত্ত, মন উচাটন
প্রভাতসূর্য অস্তগামী
এবার কি বাড়ী নিয়ে যাবে
নিজে এসে অন্তর্যামী