প্রবঞ্চকেরা আবার পথে নামছে
গণতন্ত্রের সাতকাহন শোণাবে
উন্নয়নের পাঁচালী পড়বে
মন-ভোলানোর গান গাইবে।


আমার এখন পেট-পিঠ এক
অসহ্য ক্ষুধার জ্বালা নিয়ে
আমি ভাসব স্বপ্নের ভেলায়
একটু বেঁচে থাকবার আশায়।


আমার আধার কার্ড আছে, ছবি সহ
অথচ পা রাখার ঠাঁই নেই
ব্যাঙ্কে খাতা খোলা আছে
পকেটে এক কাণাকড়ি নেই।


পেটে এখন সর্বগ্রাসী ক্ষুধা
সর্বাঙ্গে বিদ্রোহের উত্তাপ
এই ডিজিট্যাল জগতে
চাই শুধু একটা বিপ্লবের আগুন...


ক্ষুধিত জাগো, পীড়িত জাগো
শোষিত জাগো, জাগো ঘৃণিত
এক হও ঐক্যবদ্ধ হও
বিপ্লবের অগ্নিমন্ত্রে জেগে ওঠো।